Site icon Mohona TV

ফের করোনার প্রকোপ বাড়ছে ভারতে, ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৩৫ জন

ছবি: সংগৃহীত

ভারতে ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে ফের বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের প্রকোপ  মারা গেছেন পাঁচজন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কেরালায় একজনের শরীরে ‘জেএন.১’ নামে করোনার নতুন একটি উপধরনের সন্ধান পাওয়া গেছে। রোববার যে পাঁচজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, তাদের চারজনই কেরালার বাসিন্দা।

করোনার নতুন উপধরন জেএন.১ গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে প্রথম পাওয়া যায়। এরপর এটি বেশ কয়েকজন রোগীর শরীরে পাওয়া যায়। সম্প্রতি চীনেও জেএন.১ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাতজনের শরীরে মিলেছে ওই ভাইরাস। ভাইরাসটি নিয়ে বিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করলেও ভারতের রাজ্য সরকার নাগরিকদের আতঙ্কিত না হতে আহ্বান জানিয়েছে।

বিভিন্ন দেশে করোনা নতুন করে মাথাচাড়া দিতে শুরু করেছে; যা নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিভিন্ন দেশকে এ বিষয়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা মারিয়া ভান কেরকোভে বলেছেন, এ মুহূর্তে যত করোনা আক্রান্ত রোগী আছেন, তাদের ৬৮ শতাংশের দেহে রয়েছে এক্সবিবি উপধরন। বাকি রোগীদের দেহে ঘুরছে জেএন.১।

 

 

author avatar
Online Editor SEO
Exit mobile version