Site icon Mohona TV

কোপা আমেরিকায় খেলবেন না নেইমার

ছবি: সংগৃহীত

ব্রাজিলের জন্য দুঃসংবাদ। আগামী জুনে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকায় তারা পাবে না নেইমারকে। গত অক্টোবরে হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়েন। ব্রাজিলিয়ান দলের চিকিৎসক রদ্রিগো লাসমার মঙ্গলবার এই খবর নিশ্চিত করেন। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাঁ হাঁটুতে এসিএল ইনজুরিতে পড়েন নেইমার। দুই সপ্তাহ পর অস্ত্রোপচার করা হয়।

কোপা আমেরিকার আগামী আসর শুরু হতে এখনও বাকি ছয় মাস। তার অনেক আগেই ব্রাজিলের জন্য দুঃসংবাদ। হাঁটুর চোটে বাইরে থাকা তারকা ফরোয়ার্ড নেইমারকে মহেদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে ‘পাবে না’ পাঁচবারের বিশ্বকাপজয়ীরা। গত অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে বাজেভাবে ফাউলের শিকার হয়ে বাম হাঁটুতে চোট পান নেইমার। পরীক্ষার পর নিশ্চিত হয়, তার এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে। দুই সপ্তাহ পর অস্ত্রোপচার করাতে হয় তার হাঁটুতে।

৩১ বছর বয়সী তারকার সুস্থ হতে বেশ কয়েক মাস সময় লাগার কথা শোনা যাচ্ছিল তখন থেকেই। ব্রাজিল দলের পক্ষ থেকে অবশ্য আশা করা হচ্ছিল, কোপা আমেরিকার আগেই ফিট হয়ে দলে ফিরবেন নেইমার। শেষ পর্যন্ত তা হচ্ছে না। ব্রাজিলের এফএম রেডিও স্টেশন রেদ ৯৮ এর সঙ্গে আলাপচারিতায় বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার।

“আমাদের হাতে বেশিদিন সময় নেই (কোপা আমেরিকার জন‍্য)। এটা বেশি তাড়াহুড়ো হয়ে যায় তার জন্য। পুনর্বাসনের ধাপগুলো এড়িয়ে যাওয়া এবং অযথা ঝুঁকি নেওয়ার কোনো মানে নেই। আমরা আশা করছি, অগাস্টে ২০২৪-২৫ ইউরোপিয়ান মৌসুমের শুরুতে মাঠে ফেরার জন্য প্রস্তত হবে সে।”

মঙ্গলবার ব্রাজিলের রেডে ৯৮-কে লাসমার বলেছেন, ‘বড্ড তাড়াতাড়ি হয়ে যায়। দ্রুত সুস্থ হতে পদক্ষেপগুলো এড়িয়ে যাওয়া এবং অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়ার কোনও মানে নেই। আমাদের আশা ইউরোপে ২০২৪ মৌসুমের শুরুতে ফেরার জন্য প্রস্তুত থাকবে সে, যেটা আগস্টে। ৯ মাসের আগে তার ফেরার ব্যাপারে কথা বলা বোকামি। হাঁটুর লিগামেন্টের অস্ত্রোপচারের পর সেরে উঠতে সারা বিশ্বেই এমন সময় লাগে। আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা চিকিৎসার প্রয়োজনীয় পদক্ষেপ নিলে লম্বা সময় পর আশা করি সে আবারও সর্বোচ্চ পর্যায়ের পারফর্ম করতে পারবে।’

মানে ব্রাজিলের সর্বকালের শীর্ষ গোলদাতাকে পাওয়া যাবে না। ‘ডি’ গ্রুপে তারা কলম্বিয়া, প্যারাগুয়ে এবং কোস্টারিকা ও হন্ডুরাসের প্লে অফ বিজয়ীর সঙ্গে খেলবে।

author avatar
Online Editor SEO
Exit mobile version