Site icon Mohona TV

তোশিবা যুগের অবসান ঘটল জাপানের শেয়ারবাজারে

#image_title

দীর্ঘ ৭৪ বছরের পথ পাড়ি দেওয়ার পর টোকিও’র স্টক এক্সচেঞ্জ থেকে  মুছে গেছে জাপানের ইলেকট্রনিক জায়ান্ট ‘তোশিবা’র নাম। 

একটা সময় ছিল, যখন অনেকের বাড়িতেই তোশিবার তৈরি একাধিক পণ্যের দেখা মিলত। হোক সেটা টিভি, কম্পিউটার, স্পিকার সিস্টেম বা অন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট।

বিবিসি তথ্য অনুযায়ী  এক সময় জাপানের ইলেকট্রনিক খাতের ‘পোস্টার বয়’ হিসেবে পরিচিতি পাওয়া কোম্পানিটি টোকিও’র স্টক এক্সচেঞ্জ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে, যার ফলে দেশটির শেয়ারবাজারের সঙ্গে কোম্পানির ৭৪ বছর দীর্ঘ ইতিহাসের অবসান ঘটল।

বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, সাত বছরে সর্বমোট ১৫৯ কোটি ডলারের মুনাফা বাড়িয়ে বলেছে তোশিবা। ২০২০ সালে কোম্পানির হিসাব বিভাগে আরও অনিয়ম ধরা পরে।

এ ছাড়া, কোম্পানির কর্পোরেট ব্যবস্থাপনা ও অংশীদারদের সিদ্ধান্ত নেওয়ার ধরন নিয়েও অভিযোগ এসেছে।২০২১ সালের এক তদন্তে উঠে আসে, জাপানের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে গোপনে আঁতাত করেছে তোশিবা, যারা কোম্পানিটিকে মূল্যায়ন করেছে ‘বিদেশী বিনিয়োগকারী আকৃষ্ট করার কৌশলগত সম্পদ’ হিসেবে।

সে সময় বিশেষজ্ঞরা বলেন, এ খবর প্রকাশের পর জাপানের শেয়ারে বিনিয়োগ করার বিষয়ে অনিশ্চিত হয়ে পড়েন বিদেশী বিনিয়োগকারীরা। ফলে এটি শুধু তোশিবা’র একার নয়, বরং জাপানের গোটা শেয়ার বাজারের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল।

এ ছাড়া, ২০১৪ সালে সনির ‘ভায়ো’ ল্যাপটপের ব্যবসা অধিগ্রহণের পর এ বছর কোম্পানিকে নিজেদের সেরা বিক্রির রেকর্ড অর্জনে সহায়তা করেছে বিনিয়োগ গ্রুপটি।

তবে, তোশিবা এর চেয়েও বড় কোম্পানি হওয়ায় এতে ঝুঁকিও বেশি। বর্তমানে প্রায় এক লাখ ছয় হাজার কর্মসংস্থান দেওয়া কোম্পানিটির কিছু কিছু কাজ দেশটির জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

author avatar
Nusrat Jahan
Exit mobile version