Site icon Mohona TV

ভোলার গ্যাস ঢাকায় আসছে

ছবি: সংগৃহীত

দ্বীপ জেলা ভোলার গ্যাস ঢাকায় আসছে আজ। পাইপলাইন না থাকায় আপাতত সিএনজিতে (কমপ্রেসড ন্যাচারাল গ্যাস) রূপান্তর করে ঢাকায় আনা হবে এ গ্যাস। পরে তা সরবরাহ করা হবে রাজধানীসহ আশপাশের এলাকার শিল্প-কারখানায়। প্রতি ঘনমিটার গ্যাসের দাম পড়বে ৪৭ টাকা ৬০ পয়সা।
জানা গেছে, কূপ থেকে গ্যাস উত্তোলন করে তা সিএনজিতে রূপান্তর করে ঢাকায় আনা হবে। এরপর ঢাকা ও গাজীপুরের শিল্পকারখানায় সরাসরি সরবরাহ করবে ইন্ট্রাকো রিফুয়েলিং লিমিটেড।
সিএনজি আকারে গ্যাস আনার এ কার্যক্রম কিছুক্ষণ পরই রাজধানীর একটি হোটেলে উদ্বোধন করা হবে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকো কোম্পানি ভোলার গ্যাস সিএনজি করে আনতে চলতি বছরের মে মাসে সুন্দরবন গ্যাস কোম্পানির সঙ্গে একটি চুক্তি করেছে। সরকারের কাছ থেকে প্রতি ঘনমিটার গ্যাস ১৭ টাকায় কিনে ৪৭ টাকা ৬০ পয়সায় বিক্রি করবে ইন্ট্রাকো।
উল্লেখ্য, প্রথম ধাপে দৈনিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস রূপান্তর করে তা ঢাকায় সরবরাহ করা হবে। দ্বিতীয় ধাপে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের পরিকল্পনা করছে সরকার।
author avatar
Online Editor SEO
Exit mobile version