জাতীয়

সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান আর নেই

মোহনা অনলাইন

সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (২৫ ডিসেম্বর) ভোর রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে ফজলুর রহমানের বয়স হয়েছিল ৭৭ বছর।

খবরটি নিশ্চিত করেছেন সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা। আজ সকালে বণিক বার্তাকে তিনি বলেন, গতকালও অফিস করেছেন সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান। আজ সোমবার ভোর ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে তাকে হাসপাতালে নেয়া হয়।

আরো জানান, ২৪ ঘণ্টা অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতেন ফজলুর রহমান। অফিসও ওইভাবেই করতেন। খুব সম্ভবত বাথরুমে গিয়ে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

আজ সোমবার বাদ আসর গেণ্ডারিয়া ধুপখোলা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। প্রয়াত এ শিল্পপতি সময় টেলিভিশনের চেয়ারম্যান ছিলেন।

ফজলুর রহমানের হাত ধরে ১৯৭২ সালে সরিষার তেল উৎপাদনের মধ্য দিয়ে সিটি গ্রুপের কার্যক্রম শুরু হয়। বর্তমানে শিল্পগোষ্ঠীটির অধীনে রয়েছে ৪০টির বেশি প্রতিষ্ঠান। কাজ করছেন প্রায় ২৫ হাজার মানুষ। প্রতিষ্ঠানটির বার্ষিক টার্নওভার প্রায় ২৫ হাজার কোটি টাকা। অভ্যন্তরীণ বাজারে সরবরাহের পাশাপাশি বিভিন্ন দেশে পণ্য রফতানি করে সিটি গ্রুপ।

মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন ফজলুর রহমান।

author avatar
Online Editor SEO
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button