বিনোদন

আবার বিয়ে করলেন সালমানের ভাই আরবাজ

মোহনা অনলাইন

গতকাল রোববার দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেতা ও সালমান খানের ভাই, আরবাজ খান। মালাইকার সঙ্গে বিয়ে ভাঙার পর কেটে গেছে ৬ বছর। মেকআপ আর্টিস্ট শুরা খানের সঙ্গে নতুন জীবন শুরু করলেন বলিউডের এ অভিনেতা-প্রযোজক। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবার ও ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুরা।

বোন অর্পিতা খানের বাড়িতে বিয়ের আসর বসেছিল। বিয়েতে উপস্থিত ছিলেন আরবাজের বাবা সেলিম খান, মা সালমা খান, হেলেন, বোন আলভিরা অগ্নিহোত্রী। ভারতীয় পোশাকে সেজেছেন সবাই। এ ছাড়া সালমান ও সোহেল, আরবাজপুত্র আরহান ছিলেন বিয়েতে।

রোববার সন্ধ্যায় রাভিনা ট্যান্ডন নিজের প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে লেখা, ‘মিস্টার অ্যান্ড মিসেস খানকে অনেক অভিনন্দন।’ ভিডিওতে দেখা যাচ্ছে, ‘অভি তো পার্টি শুরু হুই হ্যায়’ গানে নাচ করছেন আরবাজ। তাল মিলিয়েছেন রাভিনাও। জানা গেছে, রাভিনা ও তাঁর মেয়ের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট হলেন এই শুরা।

‘পটনা শুক্লা’ সিনেমায় কাজ করার সময়েই ঘনিষ্ঠতা বেড়েছে আরবাজ ও শুরার। সপ্তাহ খানিক আগেই শুরার সঙ্গে আরবাজের প্রেমচর্চা সামনে আসে। মাস শেষ হওয়ার আগেই বিয়ে সারলেন দুজনের। এদিন আরবাজ খান ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমাদের ভালোবাসার মানুষদের উপস্থিতিতে আজ থেকে আমি এবং আমার (প্রিয়তমা) আজীবনের যাত্রা শুরু করলাম। আপনাদের সবার আশীর্বাদ ও শুভকামনা প্রার্থনা করছি’।

author avatar
Mohona Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button