Site icon Mohona TV

ইসরাইলি বিমান হামলায় গাজায় একদিনে নিহত ২৫০ জন !

ছবি: সংগৃহীত

ইসরাইলি বাহিনীর বিমান হামলায় গাজায় একদিনে অন্তত ২৫০ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৫শরও বেশি ফিলিস্তিনি। সোমবার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

গাজা উপত্যকায় হামলা আরও জোরদার করেছে ইসরাইলি সেনাবাহিনী। এতে সবশেষ ২৪ ঘণ্টায় বিমান হামলায় ২৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এর মধ্যে মাগজি শরণার্থীশিবিরেই নিহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি।

ইসরাইলি হামলায় গাজায় এখন পর্যন্ত  ২০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু। এছাড়াও আহত হয়েছেন ৫৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি। আর উদ্বাস্তু হয়েছে গাজার ২৩ লাখের  মধ্যে ১৮ লাখের বেশি বাসিন্দা।

গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে দেশটির ১২০০ মানুষ নিহত হয়েছেন, আর আহত হয়েছেন ৮ হাজার ৭৩০ জন। হামাসের হামলার জবাবে ৭ অক্টোবরই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরাইল। এর পর আড়াই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও গাজায় নির্বিচার এ হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি সেনারা। এ হামলা থেকে মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আশ্রয়শিবির – কিছুই বাদ যায়নি।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মাগাজি শরণার্থীশিবিরে ইসরাইলি হামলায় সাতটি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে।
author avatar
Online Editor SEO
Exit mobile version