বিনোদন

নিজের স্ত্রীকেই ফের বিয়ে করলেন কেডি পাঠক!

মোহনা অনলাইন

২০ তম বিবাহবার্ষিকীকে বিশেষ করে তুলতেই স্ত্রী নীলমকে ফের বিয়ে করেছেন রণিত । স্ত্রীর সঙ্গে ২০টি বসন্ত পার করেছেন কেডি পাঠক খ্যাত বলিউড অভিনেতা রণিত রায়। তারপরও কমেনি টান। ভালোবাসাকে নতুন করে ঝালিয়ে নিতে ফের নিজের স্ত্রীকে বিয়ে করলেন তিনি। তাদের এই বিবাহ বাসর বসেছিল গোয়ার একটি মন্দিরে ।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।সোমবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে বিয়ের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন এই অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, ‘আমাকে বিয়ে করবে? আবারও?’ আরেকটি ভিডিওর ক্যাপশনে লেখেন,‌ ‘শুধু দ্বিতীয়বার কেন, হাজারবার তোমাকেই বিয়ে করব।

রণিতের প্রকাশ করা এক ভিডিওতে দেখা গেছে যেখানে তারা দুজন মিলে বিয়ের সমস্ত নিয়ম কানুন পালন করছেন। এমনকি শুভদৃষ্টি করতেও দেখা যায় তাদের ।

এদিন রণিত গায়ে জড়িয়েছিলেন সাদা শেরওয়ানি ও লাল ওড়না। অন্যদিকে সম্পূর্ণ লাল রঙের লেহেঙ্গায় নিজেকে সাজিয়েছিলেন তার স্ত্রী নীলম। এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের বিয়ের ছবি ও ভিডিও। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা জানাচ্ছেন শুভেচ্ছা।

রণিত রায় দীর্ঘদিন ধরে কাজ করছেন বলিউডে। তবে তাকে প্রচারের আলোয় এনে দেয় ‘আদালত’ নামের একটি সিরিয়াল। এতে তার অভিনীত ‘কেডি পাঠক’ চরিত্রটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে অনেকেই তাকে  এ নামেই চিনেন।

author avatar
Mohona Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button