Site icon Mohona TV

অপারেশন থিয়েটারে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন

ছবি: সংগৃহীত

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ফুটবলা কিংবদন্তি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। হৃদযন্ত্রে কয়েকটি ব্লক ধরা পড়ায় সালাউদ্দিনে ওপেন হার্ট সার্জারী প্রয়োজন। হাসপাতালে দশ দিনের বেশি চিকিৎসাধীন থেকে রক্ত চাপ, কাশি সহ শরীরের অন্য সকল বিষয় নিয়ন্ত্রণ এনে আজ বৃহস্পতিবার সকালে সালাউদ্দিনকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে।

গত ১৬ ডিসেম্বর বাফুফে ভবনে এসেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের নতুন নামফলক উন্মোচনে। ফেডারেশন থেকে বাসায় ফিরেই অসুস্থতায় হাসপাতালে ভর্তি হন। হৃদযন্ত্রে নানা পরীক্ষায় ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেন।

কাশি ও অন্যান্য জটিলতার জন্য অপারেশন কয়েক দফা পিছিয়েছে। অবশেষে আজ সকাল সাড়ে সাতটার দিকে বাফুফে সভাপতিকে অপারেশনের জন্য প্রস্তুত করে অপারেশন থিয়েটারে নেয়া হয়। ৭০ বছর বয়সী কিংবদন্তি এই ক্রীড়া ব্যক্তিত্বের সংকটপূর্ণ অবস্থায় ফেডারেশন ও তার পরিবার দোয়াপ্রার্থী।

author avatar
Online Editor SEO
Exit mobile version