Site icon Mohona TV

অবতরণের পরই বিমানে আগুন!

ছবি সংগৃহীত

জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমানের সাথে সংঘর্ষে দেশটির উপকূলরক্ষী বাহিনীর একটি বিমানের অন্তত পাঁচ আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার দিকে জাপান এয়ারলাইন্সের বিমানের সাথে উপকূলরক্ষী বাহিনীর বিমানের সংঘর্ষে এই  প্রাণহানির ঘটনা ঘটেছে।

টোকিওর স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় জা পান এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজটি হানেদা বিমানবন্দরে অবতরণ করার পর আগুন ধরে যায়। এ সময় উড়োজাহাজের ৩৭৯ জন আরোহীর সবাই নিরাপদে বেরিয়ে যান। পরে জানা যায়, রানওয়েতে অবতরণের পর যাত্রীবাহী উড়োজাহাজটির সঙ্গে কোস্ট গার্ডের ত্রাণবাহী উড়োজাহাজের সংঘর্ষ হয়েছে। কোস্ট গার্ডের উড়োজাহাজের পাঁচজন আরোহী নিহত হয়েছেন।

জাপান এয়ারলাইনেসের জেএএল ৫১৬ উড়োজাহাজটি হোক্কাইডো থেকে উড্ডয়ন করেছিল।অন্যদিকে কোস্ট গার্ডের উড়োজাহাজটি ত্রাণ নিয়ে ভূমিকম্প কবলিত এলাকায় যাচ্ছিল। টোকিওর হানেদা বিমানবন্দর থেকে জাপানের পশ্চিম উপকূলের উদ্দেশে যাওয়ার কথা ছিল উড়োজাহাজটির।

author avatar
Nusrat Jahan
Exit mobile version