জাতীয়

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

মোহনা অনলাইন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন আজ (বৃহস্পতিবার)। আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) এ ভাষণ সম্প্রচার হবে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

প্রধানমন্ত্রী সাধারণত সরকারের বর্ষপূর্তি, নববর্ষ বা বিশেষ সময়ে জাতির উদ্দেশে ভাষণ দেন। এবার ভোটের আগে তিনি ভাষণ দিচ্ছেন। এ প্রসঙ্গে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রধানমন্ত্রী বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আমাদের শেষ জনসভাও একই দিনে।’
এদিকে প্রধানমন্ত্রী গতকাল গাইবান্ধা, রাজশাহী জেলা ও মহানগর, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা উত্তর-দক্ষিণ জেলা ও মহানগর এবং চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশ নেন। বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘আমি চাই, এ নির্বাচন সত্যিকারভাবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার পছন্দমতো প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। সেটাই আমাদের লক্ষ্য, যা বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটা মাইলফলক হয়ে থাকবে।’
author avatar
Online Editor SEO
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button