Site icon Mohona TV

বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে নতুন রেকর্ড, ৫ম বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে এবার যে ফের একবার আওয়ামী লিগ জিতবে তাতে কোনও সন্দেহ ছিল না। তবে ব্যবধান কত হয় তাই নিয়েই ছিল আলোচনা। দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি, স্বতন্ত্র ৬২টি ও জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। রোববার (৭ জানুয়ারি) বেসরকারি ফলাফলে এ তথ্য পাওয়া যায়।

বাংলাদেশে নির্বাচনের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে ক্ষমতাসীন আওয়ামী লিগ। দেশের মোট আসলেনর দুই তৃতীয়াংশতেই জয় পেয়েছে হাসিনার দল। টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়ে বাংলাদেশে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লিগ। রবিবার ২৯৯ আসনে ভোট হয়। এর মধ্যে ২২২টিতে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লিগের প্রার্থীরা। বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন আওয়ামী লিগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই জয়ের মাধ্যমে হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর পদে বসতে চলেছেন। একই সঙ্গে, এটি হবে প্রধানমন্ত্রী হিসেবে  সামগ্রিক ভাবে তাঁর পঞ্চম মেয়াদ।

author avatar
Online Editor SEO
Exit mobile version