বিনোদন

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন শোবিজ তারকারা

মোহনা অনলাইন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। জয়লাভ করায় দলটির সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শোবিজ তারকারা। মঙ্গলবার (৯ জানুয়ারি) গণভবনে সমবেত হয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছো জানিয়েছেন বাংলাদেশের অভিনয়শিল্পীরা। এ সময় ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র, এফবিসিসিআই নেতা, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মী, ক্রীড়াসংগঠকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে গণভবনে উপস্থিত হন।

এসময় শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুন আক্তার, শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম, সাধারণ সম্পাদক রওনক হাসান, অভিনেতা মীর সাব্বির, সাজু খাদেম, অভিনেত্রী শমী কায়সার, উর্মিলা শ্রাবন্তী কর, শামীমা তুষ্টি, তানভীন সুইটি প্রমুখ।

এবারের নির্বাচনে ভোটগ্রহণকে ঘিরেও তারকাঙ্গনে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস। বিনোদন অঙ্গন থেকে এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, নায়িকা মাহিয়া মাহি, গায়িকা ডলি সায়ন্তনী ও কমেডিয়ান কমর উদ্দিন আরমান। এ ছাড়াও আছেন আসাদুজ্জামান নূর ও মমতাজ বেগম।

author avatar
Mohona Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button