Site icon Mohona TV

কক্সবাজারে ছুটল ‘পর্যটক এক্সপ্রেস’

ছবি: সংগৃহীত

ভোরের আলো কেবল ফুটছে। এর সঙ্গে রয়েছে কুয়াশা। কুয়াশা আর শীতের মধ্যে আজ বুধবার ঢাকা থেকে সৈকত শহর কক্সবাজারে প্রথম বারের মতো ছুটে গেল ‘পর্যটক এক্সপ্রেস’।

৭৮০ জন যাত্রীর ধারণক্ষমতার বাংলাদেশ রেলওয়ের নতুন   ট্রেনটি এদিন ভোর সোয়া ৬টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়।

রাজধানীর সঙ্গে গত ১ ডিসেম্বর  রেলপথে যুক্ত হয় সৈকতের শহর কক্সবাজার। এরপরই সরাসরি চালু হয় ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেন। সাগরের টানে কক্সবাজার এক্সপ্রেসের যাত্রীদের চাহিদা রয়েছে  প্রচুর। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে চালু করা হয়েছে পর্যটক এক্সপ্রেস।

পর্যটক এক্সপ্রেস উদ্বোধনের পর রেলওয়ে মহাপরিচালক কামরুল আহসান জানান,এই ট্রেন সার্ভিসে যাত্রীসেবা আর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। তাই নাশকতা প্রতিরোধে থাকবে বাড়তি নজরদারি। সুরক্ষায় রেললাইন পাহারাদার থাকবে। সাথে থাকবে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

author avatar
Online Editor SEO
Exit mobile version