Site icon Mohona TV

ঝিনাইদহের সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার

ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৫৩/১এস থেকে ১৫০ গজ অভ্যন্তরে, মকরধ্বজপুর গ্রামের কলা বাগান থেকে আগ্নেয় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। বিজিবি গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে ৩ জন চোরাকারবারী ভোর বেলা ৫৩/১ এস পিলার সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে। গেল রাতের দিকে এই সংবাদের ভিক্তিতে ৫৮ বিজিবি ব্যাটালিয়ন এর একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৫৩/১এস এর নিকট অবস্থান নেয়। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় বিজিবি সদস্যের উপস্থিতি টের পেয়ে তারা বস্তাসহ দৌড়ে পালানোর সময় বিজিবির টহলদল তাদের পিছু ধাওয়া করলে চোরাকারবারীরা বস্তাটি ফেলে ঘন কুয়াশা এবং অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত কলা বাগানের মধ্য দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
এ সময়, বিজিবি টহল দল ঘটনাস্থল তল­াশী করে পরিত্যাক্ত অবস্থায় একটি প্লাষ্টিকের বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তাটির মধ্যে কম্বলের ভাজেঁর মধ্যে বিশেষ ভাবে লুকানো ৮ রাউন্ড গুলি, ১টি অত্যাধুনিক বিদেশী ও ৩টি স্থানীয়ভাবে তৈরী পিস্তল ঊদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গুলি ও পিস্তলগুলো আইনি প্রক্রিয়া শেষে মহেশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার পর, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি তৎপরতা বাড়িয়েছে

 

author avatar
Mohona Online
Exit mobile version