বিনোদন

৯৬তম অস্কারের মনোনয়ন ঘোষণা

মোহনা অনলাইন

৯৬তম অস্কারের জন্য মনোনয়ন ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যায় চলচ্চিত্র বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের মনোনয়ন ঘোষণা হয়। কালিফোর্নিয়ার স্যামুয়েল গোল্ডউইন থিয়েটার থেকে ২৩টি শাখায় মনোনয়ন ঘোষণা করেন অভিনেত্রী জাসি বিটস ও অভিনেতা জ্যাক কুয়েড।

আগামী ১০ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্কারের ৯৬তম আসর। ইতোমধ্যে অস্কারের জন্য ঘোষণা করা হয়েছে মনোনয়ন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) কালিফোর্নিয়ার স্যামুয়েল গোল্ডউইন থিয়েটার থেকে ২৩টি শাখায় মনোনয়ন ঘোষণা করেন অভিনেত্রী জাসি বিটস ও অভিনেতা জ্যাক কুয়েড।

এবারের একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারে সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতাসহ ১৩টি শাখায় মনোনয়ন পেয়েছে আলোচিত সিনেমা ‌’ওপেনহেইমার’। পারমাণবিক বোমার জনক জে রবার্ট ওপেনহেইমারকে নিয়ে এই সিনেমাটি নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান।

সেরা চলচ্চিত্র

আমেরিকান ফিকশন;
অ্যানাটমি অব আ ফল;
বার্বি;
দ্য হোল্ডওভারস;
কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন;
মায়েস্ত্রো;
ওপেনহেইমার;
পাস্ট লাইভস;
পুওর থিংস;
দ্য জোন অব ইন্টারেস্ট;

সেরা অভিনেতা

ব্র্যাডলি ক্রুপার (মায়েস্ত্রো);
কোলম্যান ডমিঙ্গো (রাস্তিন);
পল জিম্যাটি (দ্য হোল্ডওভারস);
কিলিয়ান মারফি (ওপেনহেইমার);
জাফ্রি রাইট (আমেরিকান ফিকশন);

সেরা পার্শ্ব অভিনেতা

স্টার্লিং কে ব্রাউন (আমেরিকান ফিকশন);
রবার্ট ডি নিরো (কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন);
রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহেইমার);
রায়ান গসলিং (বার্বি);
মার্ক রাফালো (পুওর থিংস);

সেরা অভিনেত্রী

অ্যানেট বেনিং (নায়াড);
লিলি গ্ল্যাডস্টন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন);
সান্দ্রা হলার (অ্যানাটমি অব আ ফল);
কেরি ম্যালিগান (মায়েস্ত্রো);
এমা স্টোর (পুওর থিংস);

সেরা পার্শ্ব অভিনেত্রী

এমিলি ব্লান্ট (ওপেনহেইমার);
ড্যানিয়েল ব্রুকস (দ্য কালার পার্পল);
আমেরিকা ফেরেরা (বার্বি);
জোডি ফস্টার (নায়াড);
ডা’ভাইন জয় র‍্যান্ডলফ (দ্য হোল্ডওভারস);

সেরা পরিচালক

জাস্টিন ত্রিয়েত (অ্যানাটমি অব আ ফল);
মার্টিন স্করসেজি (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন);
ক্রিস্টোফার নোলান (ওপেনহেইমার);
ইয়োর্গস লান্থিমোস (পুওর থিংস);
জোনাথন গ্লেজার (দ্য জোন অব ইন্টারেস্ট);

সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড)

আমেরিকান ফিকশন;
বার্বি;
ওপেনহেইমার;
পুওর থিংস;
দ্য জোন অব ইন্টারেস্ট;

সেরা মৌলিক চিত্রনাট্য

অ্যানাটমি অব আ ফল;
দ্য হোল্ডওভারস;
মায়েস্ত্রো;
মে ডিসেম্বর;
পাস্ট লাইভস;

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম

ইয়ো ক্যাপিটানো;
পারফেক্ট ডেইজ;
সোসাইটি অব দ্য স্নো;
দ্য টিচারস লাউঞ্জ;
দ্য জোন অব ইন্টারেস্ট;

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম

দ্য বয় অ্যান্ড দ্য হেরন;
এলিমেন্টাল;
নিমোনা;
রোবট ড্রিমস;
স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স;

সেরা মৌলিক গান

দ্য ফায়ার ইনসাইড- ফ্লেমিং হট (ডায়ান ওয়ারেন);
আই অ্যাম জাস্ট কেন- বার্বি (মার্ক রনসন, অ্যান্ড্রু ওয়াট);
ইট নেভার ওয়েন্ট অ্যাওয়ে- আমেরিকান সিম্ফনি (জন ব্যাটিস্ট, ড্যান উইলসন);
আ সং ফর মাই পিপল-কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন (স্কট জর্জ);
হোয়াট ওয়াজ আই মেইড ফর?– বার্বি (বিলি আইলিশ, ফিনিয়াস ও’কনেল);

প্রসঙ্গত, মনোনয়নপ্রাপ্তদের মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত তারকা-নিরমাতাদের হাতে অস্কার পুরস্কার তুলে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো ওই অনুষ্ঠান সঞ্চালনা করবেন জিমি কিমেল।

author avatar
Online Editor SEO
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button