Site icon Mohona TV

শীতে বিপর্যস্ত দেশের জনজীবন

শীতে বিপর্যস্ত দেশের জনজীবন

শীতে বিপর্যস্ত দেশের জনজীবন

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। জেলায় ১০ ডিগ্রি থেকে তাপমাত্রার পারদ নেমে এসেছে ৫ ডিগ্রির ঘরে। বেলা বাড়লেও ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

উত্তরাঞ্চলে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। পঞ্চগড়সহ আশপাশের জেলাগুলোতে বইছে তীব্র শৈত্যপ্রবাহ। এতে বিপর্যস্ত এ অঞ্চলের জনজীবন। পঞ্চগড়ে শুক্রবার ভোর ৬টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দমমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঘন কুয়াশায় চারদিক ঢাকা পড়ায় দেখা মেলেনি সূর্যের।

গত ২৩ জানুয়ারি দেশে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে। এদিন সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। বেড়েছে শীতের তীব্রতা। হাঁড় কাঁপানো শীতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। কনকনে ঠান্ডায় ঘর থেকে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষ। এতে সবচে’ বিপাকে পড়েছেন বয়স্ক ও খেটে খাওয়া মানুষ। ঠান্ডার কারণে বেড়েছে রোগবালাই। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন।

author avatar
Mehedi Hasan
Exit mobile version