Site icon Mohona TV

কাদের-চুন্নু বহিষ্কার, নিজেকে চেয়ারম্যান ঘোষণা রওশনের

ছবি: সংগৃহীত

ফের ভাঙনের মুখে পড়েছে জাতীয় পার্টি। এবার দলের চেয়ারম্যান ও মহাসচিবকে বহিষ্কার করে দলটির দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। সেই সঙ্গে নিজেকে দলের চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে মহাসচিব হিসেবে ঘোষণা করেছেন তিনি।

রবিবার (২৮ জানুয়ারি) গুলশানে রওশন এরশাদের বাসায় এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।

দলের প্রধান পৃষ্ঠপোষকের ক্ষমতাবলে পার্টি চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে বহিষ্কার করেছেন তিনি। সেই সঙ্গে রওশন এরশাদ নিজেকে পার্টি চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে পার্টি মহাসচিব হিসেবে ঘোষণা করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগে থেকেই রওশনপন্থিদের সঙ্গে জিএম কাদেরের অনুসারীদের টানাপোড়েন চলছিল। নির্বাচন শেষে তা আরও বেশি প্রকট হয়। রওশনপন্থি ছাড়াও দলের অনেক নেতাকর্মী মনে করেন জিএম কাদেরের কারণেই জাতীয় পার্টির এখন দুর্দশা। এরই মাঝে গত ২৫ জানুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে দলটি থেকে গণপদত্যাগ করেছেন ঢাকা মহানগর উত্তরের ৯৬৮ জন নেতাকর্মী।

author avatar
Online Editor SEO
Exit mobile version