বিনোদন

এবার বই মেলায় থাকছে যেসব তারকাদের বই

মোহনা অনলাইন

প্রতিবারের মত এবারও অভিনয়শিল্পী, সিনেমার তারকা ও সংগীত শিল্পীরা সব মিলিয়ে প্রায় এক ডজন তারকার বই প্রকাশ হওয়ার কথা রয়েছে এবারের বই মেলায়।

একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা আবুল হায়াতের নতুন উপন্যাস প্রকাশ করবে প্রিয় বাংলা প্রকাশন। তার লেখা বইয়ের নাম ‘অপমান’। এ বিষয়ে আবুল হায়াত বলেন, ‘লেখালেখির সাথে অনেকদিন ধরেই যুক্ত আছি। কখনো কলাম, কখনো নাটক, কখনো গল্প লিখি। এবার লিখেছি উপন্যাস। আশা করছি পাঠকদের ভালো লাগবে।’

অনন্যা প্রকাশনী থেকে আসছে একাধিক তারকার বই। এর মধ্যে ক্লোজ আপখ্যাত সংগীতশিল্পী পুতুলের উপন্যাস মেলার প্রথম দিন থেকেই পাওয়া যাবে। বইটির নাম ‘কালো গোলাপ বৃত্তান্ত’।

পুতুল বলেন, ‘এটি আমার লেখা ষষ্ঠ উপন্যাস। আমি দারুণ উচ্ছসিত মেলার প্রথম দিন থেকেই পাঠকরা এটি পাবেন। প্রতি বছরের মতো এবারও নিয়ম করে মেলায় উপস্থিত থাকব, পাঠকদের মুখোমুখি হবো।’

বিদ্যা সিনহা মিমের লেখা ‘পূর্ণতা’ উপন্যাসটি প্রকাশ হয়েছিল কয়েকবছর আগে। তারপর বইটির মুদ্রণ শেষ হয়ে যায়। এবার নতুন প্রচ্ছদে, নতুন মুদ্রণ নিয়ে বইটি মেলায় আসছে। প্রকাশ করবে শব্দশিল্প। মিম বলেন, ‘পূর্ণতা বেশ কয়েকবছর আগে প্রকাশ হয়েছিল । পাঠকরা  দারুণভাবে গ্রহণ করেছেন । এবার নতুনভাবে বইটি আসছে জেনে অনেক আনন্দিত।’

চলচ্চিত্র নায়িকা ভাবনার উপন্যাস প্রকাশ করতে যাচ্ছে মিজান পাবলিশার্স। বইটির নাম ‘কাজের মেয়ে’। তিনি বলেন, ‘লেখালেখি করতে ভালো লাগে। কাজের মেয়ে উপন্যাসটি পাঠকপ্রিয়তা পাবে এটাই প্রত্যাশা।’

নাট্য ও চলচ্চিত্র পরিচালক অরণ্য আনোয়ারের নতুন উপন্যাস মেলায় প্রকাশ হতে যাচ্ছে। এটি প্রকাশ করবে মিজান পাবলিশার্স। অন্যদিকে পরিচালক অরুণ চৌধুরীর উপন্যাস মেলার প্রথমদিন থেকেই পাওয়া যাবে অনন্যায়। বইয়ের নাম ‘ছায়াবন্দি মায়া’।

অন্যদিকে টিভি নাটকের নায়িকা ফারজানা ছবির প্রথম উপন্যাস এবারের একুশে বই মেলায় প্রকাশ হতে যাচ্ছে। বইটির নাম ‘জলছবি’। ছবি বলেন, ‘প্রথম উপন্যাস এবারের বই মেলায় আসছে। অনেক ভালোলাগা কাজ করছে। আশা করছি নতুন বই নিয়ে পাঠকের সাথে দেখা হবে, কথা হবে। পাঠকরা ভালোভাবে গ্রহণ করলেই আমার পরিশ্রম সার্থক হবে।’

এবারের বই মেলায় কয়েকজন বিনোদন সাংবাদিকদেরও নতুন বই প্রকাশ হতে যাচ্ছে । তাদের মধ্যে  রয়েছে-তানভীর তারেকের ‘শেষ ভ্রমণের আগে’। এটি প্রকাশ করবে অন্য প্রকাশ। এটি গল্পের বই। ১২টি গল্প দিয়ে সাজানো হয়েছে বইটি।

author avatar
Online Editor SEO
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button