Site icon Mohona TV

নির্বাচনের ৪ দিন আগে ইসিপি কার্যালয়ে বোমা হামলা

ছবি: সংগৃহীত

পাকিস্তানের করাচি শহরে প্রাদেশিক নির্বাচন কমিশন দপ্তরের পাশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে করাচিতে অবস্থিত নির্বাচন কমিশনের (ইসিপি) কার্যালয় চত্বরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।  তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

৪ দিন পর পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঘটেছে এ বিস্ফোরণ। স্থানীয় পুলিশ বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করে জানিয়েছে, এটি একটি ছোট ঘটনা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ছবি সংগৃহীত

এদিকে বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) এবং জেলা মনিটরিং অফিসারের কাছে রিপোর্ট চেয়েছে। ইসিপি উভয় কর্মকর্তাকে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

পাকিস্তানের বোম্ব ডিসপোজাল স্কোয়াড (বিডিএস) প্রাথমিক রিপোর্টে বলছে, বিস্ফোরিত বোমাটি একটি ‘হাতে তৈরি’, এতে আনুমানিক ৪০০ গ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। এছাড়া বিস্ফোরণস্থলে একটি টাইম ডিভাইস এবং একটি ১২-ভোল্টের ব্যাটারি পাওয়া গেছে বলে উল্লেখ করেছে বিডিএস।

পাকিস্তানের ১৬তম জাতীয় নির্বাচন আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাধারণ নির্বাচনের আগে এ বিস্ফোরণটি নির্বাচন ঘিরে আরও সহিংসতার ইঙ্গিত দিচ্ছে।

author avatar
Online Editor SEO
Exit mobile version