Site icon Mohona TV

মেট্রোরেলের দিয়াবাড়ি স্টেশনে টিকিট শেষ, গেট বন্ধ

ছবি: সংগৃহীত

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষে বাড়ি ফেরা যাত্রীর চাপে মেট্রোরেলের উত্তরা উত্তর (দিয়াবাড়ি) স্টেশনের টিকিট শেষ হয়ে গেছে। স্টেশনের সামনে শত শত যাত্রীর ভিড়। স্টেশনটির গেট বন্ধ করে দেওয়া হয়েছে।

জানা গেছে যাত্রীর চাপে মেট্রোরেলের উত্তরা উত্তর (দিয়াবাড়ি) স্টেশনের টিকিট শেষ হয়ে গেছে। স্টেশনের সামনে শত শত মানুষের ভিড়। ওই স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে তিন দিনব্যাপী প্রথম পর্বের বিশ্ব ইজতেমা আজ রোববার শেষ হয়েছে। আখেরি মোনাজাত শেষে মানুষ নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন। এ সময় অনেকেই উত্তরা উত্তর মেট্রো স্টেশনে ভিড় জমিয়েছেন।

ঘটনাস্থলে থাকা জানা গেছে, বেলা ১১টার পরে স্টেশনে প্রবেশের গেট বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে মাইকে ঘোষণা দেওয়া হয়, এ স্টেশনের টিকিট শেষ, যাত্রীরা যেন সামনের স্টেশনের দিকে যান।

মোনাজাতে অংশ নিতে আসা মুসল্লিদের চলাচলের সুবিধার্থে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর থেকে ভোগড়া বাইপাস, টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মিরের বাজার থেকে স্টেশন রোড, কামারপাড়া-মন্নুগেট সড়ক ও আবদুল্লাহপুর থেকে কামারপাড়া সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।

ফলে প্রথম পর্বের ইজতেমা শেষে বাড়ির ফেরার পথে ভোগান্তিতে পড়েছেন মুসল্লিরা। অনেকে যান না পেয়ে পায়ে হেঁটেই ধরেছেন বাড়ির পথ।

author avatar
Online Editor SEO
Exit mobile version