Site icon Mohona TV

বিশ্ব ইজতেমায় মোট মৃত্যু ১৯

বিশ্ব ইজতেমায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ জনে। এর মধ্যে ইজতেমা ময়দানে মারা যান ১৪ জন, ময়দানে আসার পথে একজন পুলিশ সদস্যসহ মৃত্যু হয় ছয়জনের।

ইজতেমা ময়দানে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- রাজবাড়ী জেলার পাংশা থানার সানোয়ার হোসেন (৬০), চট্টগ্রামের আলম (৫৬), নরসিংদীর শাহনেওয়াজ (৬০) সিরাজগঞ্জের আল মাহমুদ(৭০), শেরপুরের নওশের আলী (৬৫), ভোলার আ. কাদের (৫৫) ও নেত্রকোনা সদরের কালিয়াঝুড়ি এলাকার হোসেন আহম্মদের ছেলে স্বাধীন (৪৫), নেত্রকোনা থানার কুমারী বাজার গ্রামের আবদুস সাত্তার (৭০), একই জেলার বুড়িঝুড়ি গ্রামের স্বল্পদুগিয়া গ্রামের এখলাস মিয়া (৬৮), ভোলার শাহ আলম (৬০), জামালপুরের পাকুল্লা গ্রামের মতিউর রহমান (৬০), টঙ্গীর আ. জব্বার (৫৫)।আরেক জনের পরিচয় জানা যায়নি।

ময়দানে আসার সময় মারা যাওয়া ছয়জন হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ধামাউরা গ্রামের ইউনুছ মিয়া (৬০), চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চৌহদ্দীটোলা গ্রামের জামান মিয়া (৪০), ইজতেমায় আসার পথে বাসচাপায় পুলিশ সদস্য হাসান উজ্জামান (৩০) মারা যান, শেরপুরের আমেলা খাতুন (৬০), ঢাকার মিরপুর সাড়ে এগারোর বাসিন্দা মোবাশ্বের আহমেদ (৬৮)। আর একজনের পরিচয় পাওয়া যায়নি।

বিশ্ব ইজতেমার মিডিয়া সেলের প্রধান মো. হাবিবুল্লাহ রায়হান এসব তথ্য নিশ্চিত করেন।

author avatar
Mohona Online
Exit mobile version