Site icon Mohona TV

২০২৬ বিশ্বকাপ: উদ্বোধনী মেক্সিকোতে, ফাইনাল নিউজার্সিতে

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ২০২৬ ফুটবল বিশ্বকাপ হবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র এই তিনটি দেশে। ৪৮ দলের অংশগ্রহণে তিন দেশে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ফিফা। এছাড়াও ২০২৬ ফুটবল বিশ্বকাপ অনেক নতুন কিছুর সাক্ষী হতে যাচ্ছে।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে হবে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ফাইনাল হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

বিশ্বকাপের গ্রুপপর্ব চলবে ২০২৬ সালের ১১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত। শেষ ৩২ এর ম্যাচগুলো ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত হবে। মেক্সিকোর গুয়াদালাহারা ও যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া বাদে বাকি ১৪টি ভেন্যুতে হবে এই রাউন্ডের ম্যাচগুলো। এই রাউন্ডের দুটি করে ম্যাচ হবে লস অ্যাঞ্জেলস ও ডালাসে।

আজকেতা স্টেডিয়ামের চেয়ে বেশি বিশ্বকাপের ম্যাচ আয়োজন করার সৌভাগ্য হয়নি বিশ্বের অন্য কোনো ভেন্যুর। এদিকে প্রথমবারের মতো মেটলাইফ স্টেডিয়ামে হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের ম্যাচ। এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৮২ হাজার ৫০০ জন। ফাইনাল ছাড়াও এই স্টেডিয়ামে হবে গ্রুপ পর্বের পাঁচটি, শেষ ৩২-এর একটি এবং শেষ ষোলোর একটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

author avatar
Online Editor SEO
Exit mobile version