Site icon Mohona TV

কলারোয়া সীমান্তে এলএসডি সহ এক যুবক আটক

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৩কোটি  ১২লাখ টাকা মূল্যের ৩ বোতল
এলএসডি ও ২ বোতল ভারতীয় মদ সহ কুদ্দুস আলী (৩৬) নামের এক যুবক আটক করেছে।
সে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাঁকডাঙ্গা গ্রামের তাছের আলীর ছেলে।
সীমান্তের কাঁকডাঙ্গা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আবু তাহের
পাটোয়ারীর নেতৃত্বে হাবিলদার মুরাদুজ্জামান, নায়েক শ্রী প্রশান্ত কুমার,
সিপাহী আলিমুজ্জামান, লিটন সরদার, মোবারক হোসেন সহ সঙ্গীয় ফোর্স গোপন
সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদকদ্রব্য উদ্ধারসহ চোরাচালানীকে আটক
করেন। তিনি জানান-মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার সীমান্তের মেইন পিলার
১৩/৩ এসএর ৪ আরবি হইতে ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যান্তরে বাকসা
গ্রামস্থ জনৈক রবিউল মিস্ত্রির বাড়ীর পিছরে ইটের সলিং রাস্তার উপর থেকে
চোরাচালানী কুদ্দুস আলীকে মাদকদ্রব্যসহ আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যর
মূল্য ৩কোটি  ১২লাখ টাকা। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।
যার মামলা নং-০৫(০২)২৪। কলারোয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম
জানান-সীমান্তে আটককৃত মাদকদ্রব্যসহ চোরাচালানীর বিরুদ্ধে কাঁকডাঙ্গা
বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারী বাদী হয়ে মামলা দায়ের
করেছেন। আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
author avatar
Mohona Online
Exit mobile version