Site icon Mohona TV

ইতিহাসে সবচেয়ে দামি দলের রেকর্ড গড়ল ইউনাইটেড

ছবি: সংগৃহীত

ইউরোপের ক্লাব ফুটবলে সবচেয়ে দামি স্কোয়াড গঠনের রেকর্ড গড়ল ম্যানচেস্টার ইউনাইটেড। তারা ভেঙে দিল স্প্যানিশ লা লিগার পরাশক্তি রিয়াল মাদ্রিদের গড়া কীর্তি। এ ছাড়া সর্বশেষ হিসাবে ১০০ কোটি ইউরোর দামি দলের তালিকায় উঠে এসেছে চেলসি ও ম্যানচেস্টার সিটি।

উয়েফা ফাইন্যান্সের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য বলছে, ২০২৩ অর্থবছর শেষ হওয়ার সময়ে ম্যানচেস্টার ইউনাইটেড স্কোয়াডের দাম ছিল ১৪২ কোটি ২০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ১৬ হাজার ৮১১ কোটি টাকার বেশি)। যদিও এর মধ্যে সর্বশেষ গ্রীষ্মকালীন দলবদলে যোগ দেওয়া রাসমুস হইলুন্দ, ম্যাসন মাউন্ট, আন্দ্রে ওনানা ও আলতাই বায়িনদিররা নেই। তাঁদের পেছনে ১৮ কোটি ইউরোর মতো খরচ করেছিল ইউনাইটেড।

সবচেয়ে দামি স্কোয়াডের আগের রেকর্ডটি ছিল রিয়াল মাদ্রিদের। ২০২০ সালে স্প্যানিশ পরাশক্তিদের স্কোয়াডের দাম ছিল ১৩২ কোটি ইউরো। রিয়ালে তখন বড় দলবদল ফির খেলোয়াড়দের মধ্যে ছিলেন এডেন হ্যাজার্ড, ফারলাঁ মেন্দি, লুকা জোভিচ, এদের মিলিতাও এবং রদ্রিগোরা।

author avatar
Online Editor SEO
Exit mobile version