Site icon Mohona TV

গাজীপুরের সড়ক দুর্ঘটনায় মহাসড়ক অবরোধ

ছবি: প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ির চাপায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় সকালে মনিরা নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার খবর পেয়ে বিভিন্ন কারখানার শ্রমিকেরা বের হয়ে এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকেরা কিছু যানবাহন ভাঙচুর করেছেন, ময়লা ফেলার গাড়িতে আগুন ধরিয়ে দেন। উদ্ভূত পরিস্থিতিতে ওই এলাকার কিছু পোশাক কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

সকালে বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যাচ্ছিলেন। বড়বাড়িতে সড়ক পার হওয়ার সময় গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার একটি গাড়ি এক শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ সময় আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা ইট-পাটকেল ছুড়ে বেশকিছু যানবাহনের কাচ ভাঙচুর করেন। পরে সিটি করপোরেশনের গাড়িতে আগুন ধরিয়ে দেন তাঁরা।

খবর পেয়ে থানা-পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। নিহত নারী শ্রমিকের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গাছা থানার অফিসার্স ইনচার্জ মোঃ শাহ আলম জানান শ্রমিকদের বুঝিয়ে মহাসাড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।

author avatar
Mohona Online
Exit mobile version