Site icon Mohona TV

ট্রাম্প প্রার্থী হলে রানিংমেট হবেন কে!

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন এখন অনেকটাই নিশ্চিত। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ওই অঙ্গরাজ্যের সাবেক গভর্নর নিকি হ্যালি। এই জয়ের মধ্য দিয়ে কার্যত অনেকটাই নিশ্চিত হয়ে গেল প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে ট্রাম্পের মনোনয়ন পাওয়ার বিষয়টি।

ট্রাম্প প্রার্থী হলে তাঁর রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট প্রার্থী) কে হবেন, তা নিয়ে আলোচনা চলছে। রিপাবলিকান দলের কর্মীদের কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) ট্রাম্পের সম্ভাব্য রানিংমেট নিয়ে একটি জনমত জরিপ করা হয়। এ জরিপে দুটি নাম শীর্ষ পছন্দের তালিকায় উঠে এসেছে। এর মধ্যে সবার ওপরে রয়েছে সাউথ ডেকোটার গভর্নর ক্রিস্টি নোয়েমের নাম। এ ছাড়া ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা উদ্যোক্তা বিবেক রামাস্বামীর নামও জরিপে উঠে এসেছে।

ডানপন্থিরা কাকে নিয়ে বেশি উৎসাহী—সিপিএসি জরিপে সে বিষয়টি তুলে ধরা হয়। ওয়াশিংটনের বাইরে চার দিনের আয়োজন শেষে এই জরিপের ফল ঘোষণা করা হয়। এতে নোয়েম ও রামাস্বামী দুজনই ১৫ শতাংশ করে ভোট পেয়েছেন। এছাড়া হাওয়াইয়ের কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ড ৯ শতাংশ ভোট পেয়েছেন। আর নিউইয়র্কের কংগ্রেস সদস্য এলিস স্টেফানিক ও সাউথ ক্যারোলাইনার সিনেটর টিম স্কট ভোট পেয়েছেন ৮ শতাংশ করে।
 
জরিপ নিয়ে আলোচনা থাকলেও, উপদেষ্টাদের সঙ্গে সম্ভাব্য রানিংমেট নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। তার প্রচার দলের সদস্যরা সম্ভাব্য প্রার্থীকে বেছে নেয়ার লাভ-ক্ষতি হিসাব কষছেন। এর আগে, রানিংমেট নিয়ে দুই ধরনের কথা বলেছেন ট্রাম্প। প্রথমে তিনি জানান, রানিংমেট কে হবেন, তা ঠিক করে রেখেছেন। পরে অবশ্য তিনি বলেছেন, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি।
author avatar
Online Editor SEO
Exit mobile version