Site icon Mohona TV

ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে ক‌মিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হ‌য়ে যাওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার ট্রেন যোগাযোগ বি‌চ্ছিন্ন হয়ে পড়েছে।

আজ বৃহস্প‌তিবার সকাল ৮টার দি‌কে টাঙ্গাইল সদর উপ‌জেলার ক‌রো‌টিয়া এলাকায় ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে। বঙ্গবন্ধু পূর্ব রেল‌ওয়ে স্টেশ‌নের টি‌কেট মাস্টার রেজাউল ক‌রিম ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রে‌ছেন।

ট্রেন বিকল হওয়ার ঘটনায় ক‌য়েক‌টি স্টেশ‌নে বি‌ভিন্ন গ‌ন্তব্যের ট্রেন আটকা প‌ড়ে‌ছে। বঙ্গবন্ধু পূর্ব রেল‌স্টেশ‌নের টি‌কেট মাস্টার রেজাউল ক‌রিম ঘটনার সত্যতা স্বীকার ক‌রে‌ছেন।

বঙ্গবন্ধু পূর্ব রেল‌স্টেশ‌নের টি‌কিট মাস্টার রেজাউল ক‌রিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেন বিকল হওয়ার ঘটনায় কয়েক‌টি স্টেশ‌নে বি‌ভিন্ন গ‌ন্তব্যের ট্রেন আটকা পড়েছে।

মহেড়া রেলওয়ে স্টেশন অফিসার সোহেল মিয়া বলেন, সকাল ৭টা ১০ মিনিটে টাঙ্গাইল স্টেশন থেকে টাঙ্গাইল কমিউটার ট্রেন ছেড়ে আসে। ঘটনাস্থলে এলে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। ঢাকা থেকে রিলিফ ট্রেনের ইঞ্জিন আসছে। তারপর ট্রেনটি সরানো হলে চলাচল স্বাভাবিক হবে।

এর আগে টাঙ্গাইল ক‌মিউটার ট্রেন‌টি ঘা‌রিন্দা স্টেশ‌ন থে‌কে ঢাকার উদ্দে‌শ্যে সকাল সা‌ড়ে ৭টার পর ছে‌ড়ে যায়।

author avatar
Online Editor SEO
Exit mobile version