Site icon Mohona TV

বাড়ছে মন্ত্রিসভার আকার, আজ সন্ধ্যায় শপথ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় আরও কয়েকজন নতুন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। সরকার গঠনের এক মাস ২০ দিনের মাথায় মন্ত্রিসভায় নতুন মুখ যাদের শপথ হতে যাচ্ছে শুক্রবার সন্ধ্যায়। 

বঙ্গভবনে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান হবে। মন্ত্রিপরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন, আকার কেমন হচ্ছে এ বিষয়ে নিশ্চিতভাবে জানা যায়নি। শপথের জন্য কাউকে ফোন দেওয়া হয়েছে কি-না এমন প্রশ্নেরও জবাব পাওয়া যায়নি।’

আওয়ামী লীগ সূত্র জানায়, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে টেকনোক্র্যাট কোটায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হতে পারে। টেকনোক্র্যাট কোটায় সাবেক প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে ফের পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।

গত ১১ জানুয়ারি নতুন মন্ত্রিসভা শপথ নেয়। এর পর থেকেই আলোচনা আছে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচনের পর মন্ত্রিসভা পুনরায় সম্প্রসারিত হবে। ক্ষমতাসীন দল এবার সংরক্ষিত মহিলা আসনের ৫০টির মধ্যে ৪৮টি পেয়েছে। গত বুধবার শপথও নিয়েছেন তারা।

বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বাদে পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন। ৩৭ সদস্যের এই মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী নেই। এর আগের মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী এবারের মতোই ২৫-২৬ জনে সীমাবদ্ধ ছিল। তবে প্রতিমন্ত্রী ছিলেন ২০ জনের মতো। এ ছাড়া তিনজন উপমন্ত্রী ছিলেন। সব মিলিয়ে আগের মন্ত্রিসভা ছিল ৪৯ সদস্যের।

 

 

author avatar
Online Editor SEO
Exit mobile version