Site icon Mohona TV

বিএনপি নেতা হাফিজকে কারাগারে পাঠানোর নির্দেশ

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান থানায় করা নাশকতার মামলায় ২১ মাসের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ মঙ্গলবার (৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন, শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১১ সালের ৪ জুন গুলশান থানাধীন মহাখালী ওয়্যারলেস গেট পানির ট্যাঙ্কির সামনে রাস্তার ওপর অবৈধ সমাবেশ থেকে চলাচলরত গাড়ি ভাঙচুর, আগুন ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে হাফিজ উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়। ২০১৪ সালের ২৯ এপ্রিল মামলাটি তদন্তের পর গুলশান থানার এসআই কামরুল হাসান তালুকদার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

চিকিৎসার জন্য ভারতে থাকাবস্থায় গত বছরের ২৮ ডিসেম্বর মামলাটিতে বিএনপি নেতা হাফিজ উদ্দিনের ২১ মাসের কারাদণ্ড দেন আদালত। গত রোববার ভারতে চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি।

 

author avatar
Online Editor SEO
Exit mobile version