Site icon Mohona TV

যাত্রা শুরু ঢাকা-জয়দেবপুর ও ময়মনসিংহ ফ্লাইওভারের

ছবি: সংগৃহীত

যানজটে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হল গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার। এখন থেকে কমে আসবে চৌরাস্তার চিরচেনা দুর্ভোগ। মঙ্গলবার (৫ মার্চ) সকাল থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয় ঢাকা-জয়দেবপুর ও ময়মনসিংহমুখী এই ফ্লাইওভার। এতে করে এখন থেকে এই সড়কে চলাচলকারীদের ভোগান্তি অনেকাংশেই কমে আসবে।

যানজটের কারণে এখানে ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তিতে পড়তে হতো যাত্রীদের। সেই ভোগান্তি এবার কমবে চান্দনা চৌরাস্তার ফ্লাইওভার খুলে দেয়ায়।

তবে এই ফ্লাইওভারের পুরো সুবিধা পেতে সময় লাগবে আরও কিছুদিন । এর আগে এই মহাসড়কে ঢাকা থেকে ময়মনসিংহ এবং জয়দেবপুর যেতে হলে ভোগড়া বাইপাস হয়ে নাওজোড় দিয়ে আসতে হতো। ফ্লাইওভার খুলে দেয়ায় এখন থেকে সরাসরি চলাচল করা যাবে। নতুন ফ্লাইওভারে যান চলাচল স্বাভাবিক ও নিরাপদ করতে সেখানে অতিরিক্ত ট্রাফিক পুলিশের ব্যবস্থাও রাখা হবে।

 

author avatar
Online Editor SEO
Exit mobile version