বিনোদন

এবার ভোটের মাঠে লড়বেন রচনা

বরাবরই ভোটের মাঠে প্রার্থী ইয়ে লড়েন তারকারা।। গত লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হয়ে সংসদে গিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, নুসরাত জাহানরা। টানা ১০ বছর ধরে সাংসদ আছেন দীপক অধিকারী তথা ‘সুপারস্টার’ দেব। সবাই ভোটে জিতেছেন তৃণমূলের টিকিট নিয়ে। এবার সেই তালিকায় নতুন সংযোজন বাংলার ‘দিদি নম্বর ১’ এর রচনা। লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন দিদি নম্বর ওয়ানের রচনা ব্যানার্জি।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ভোটের সময় ঘোষণার আগেই নাকি তার কেন্দ্রও প্রায় চূড়ান্ত হয়ে গেছে।

জানা গেছে, কলকাতা নয়, শুভেন্দু গড়ে ভোটের লড়াইয়ে নামছেন টলিউডের এই অভিনেত্রী। পূর্ব মেদিনীপুরের কাঁথি বা তমলুক থেকে প্রার্থী হচ্ছেন তিনি। এমন আভাস পাওয়া গেছে।

আরও জানা গেছে, তাদের শক্ত ঘাঁটি কাঁথি বা তমলুক থেকে লড়াই করবেন তিনি। প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল, তমলুক কেন্দ্র থেকে ভোটযুদ্ধে হাতেখড়ি হবে রচনার। এর মাঝেই খবর ছড়ায়, পদ ছাড়ার পর বিজেপির টিকিটে তমলুক কেন্দ্র থেকে ভোটে লড়বেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরেই কেন্দ্র পরিবর্তিত হয়। মনে করা হচ্ছে, শিশির অধিকারীর আসন কাঁথি থেকে টিকিট দেওয়া হবে রচনাকে। ইতোমধ্যে এই কেন্দ্র থেকে বিজেপি সৌমেন্দু অধিকারীকে টিকিট দিয়েছে। তার বিরুদ্ধেই প্রার্থী হতে পারেন রচনা, এমনই জল্পনা এখন রাজনৈতিক মহলে।

এদিকে, শুধু পূর্ব মেদিনীপুর নয়, পশ্চিম মেদিনীপুর জেলাতেও সেলিব্রিটি প্রার্থী দিতে পারে তৃণমূল। মেদিনীপুরের প্রার্থী হতে পারেন অভিনেত্রী-বিধায়ক জুন মালিয়া।

author avatar
Mohona Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button