Site icon Mohona TV

বেনজির ভুট্টোর মেয়ে হচ্ছেন পাকিস্তানের ফার্স্ট লেডি

ছবি: সংগৃহীত

পাকিস্তানের ফার্স্ট লেডি হচ্ছেন নতুন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছোট মেয়ে আসিফা ভুট্টো। গতকাল রবিবার প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসিফ আলি জারদারির সাথে মেয়ে আসিফা ভুট্টোকে দেখা যায়। 

সোমবার (১১ মার্চ) স্থানীয় সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সাধারণত প্রেসিডেন্টের স্ত্রী হন ফার্স্ট লেডি। তবে ২০০৭ সালে জারদারির স্ত্রী বেনজির ভুট্টো আততায়ীর হাতে নিহত হন। আর এ কারণে মেয়েকে ফার্স্ট লেডি ঘোষণা করতে যাচ্ছেন জারদারি। দেশটির ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটতে যাচ্ছে।

আনুষ্ঠানিক ঘোষণার পর থেকে আসিফা ফার্স্টলেডির প্রটোকল ও সরকারি সব সুযোগ-সুবিধা পাবেন। এর আগে জারদারির ২০০৮ থেকে ২০১৩ সালের প্রথম মেয়াদে কোন ফার্স্ট লেডি ছিলো না। আর এ কারণে দ্বিতীয় মেয়াদে নিজের মেয়েকে ফার্স্ট লেডি ঘোষণা করতে যাচ্ছেন জারদারি।

আনুষ্ঠানিক ঘোষণা হলে বিশ্বে নজির গড়ে আসিফা ভুট্টো হবেন বিশ্বের প্রথম নারী যিনি প্রেসিডেন্টের মেয়ে হিসেবে ফার্স্ট লেডি হবেন।

author avatar
Online Editor SEO
Exit mobile version