Site icon Mohona TV

এএসআই মহসিন আলমও র‍্যাবের ডিজি ব্যাজ পেয়েছেন

পেশাগত কাজে বীরত্ব ও কৃতিত্বপূর্ণ অবদান রাখায় র‍্যাবের মহাপরিচালক (ডিজি) ব্যাজ পেয়েছেন এ বাহিনীর ১২০ জন সদস্য। ‘সেবা ও সাহসিকতার’ স্বীকৃতি হিসেবে তাঁরা এ ব্যাজ পান। রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে এ বাহিনীর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‍্যাব মেমোরিয়াল ডের অনুষ্ঠানে এ ব্যাজ তুলে দেন র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। এসময় পেশাগত কাজে বীরত্ব ও কৃতিত্বপূর্ণ অবদান রাখায় এএসআই মহসিন আলমও র‍্যাবের মহাপরিচালক (ডিজি) ব্যাজ পেয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গ্রামের কৃতি সন্তান। ছোট বেলা থেকেই নিজকে দেশের কল্যানে কাজ করার জন্য দায়িত্ববোধ ও দক্ষতা তৈরীতে পরিবার ও নিজস্ব চেষ্টায় এগিয়ে চলেছেন। ব্যাজ প্রদান করা ছাড়াও দায়িত্বপালন করতে গিয়ে নিহত ৩৩ র‍্যাব সদস্যের পরিবারের হাতে সম্মাননা ও আর্থিক অনুদান তুলে দেন র‍্যাব মহাপরিচালক।

author avatar
Mohona Online
Exit mobile version