Site icon Mohona TV

টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি হারের প্রতিশোধ নিতে ওয়ানডে সিরিজ জেতার বিকল্প নেই বাংলাদেশের সামনে। এমনকি শ্রীলঙ্কার টাইমড আউট উদযাপনের জবাব দিতেও এই সিরিজ টাইগারদের সামনে গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য নিয়েই তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার (১৩ মার্চ) দুপুর ২টায় মূল ম্যাচের ৩০ মিনিট আগে মাঠে নামেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। সেখানে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।

 ম্যাচটিতে ৫ জন বোলার নিয়ে খেলছে লঙ্কানরা। বাংলাদেশও ৫ জন বোলার নিয়ে নেমেছে। যেখানে ২ জন স্পিনার ও ৩ জন পেসার খেলছেন। টস শেষে অধিনায়ক কুশল বলেন, ‘উইকেট দেখে ভালো মনে হয়েছে। পরে বল করে প্রতিপক্ষের ওপরে চাপ তৈরি করতে পারব। আমরা মনে করি, এই উইকেটে ২৮০ এর ওপরে রান করা সম্ভব। আমাদের ওপেনার এবং মিডল অর্ডার প্রথম ২০ ওভারে ভালো করতে পারলে আমরা সে লক্ষ্যে পৌঁছাতে পারব।’
author avatar
Online Editor SEO
Exit mobile version