Site icon Mohona TV

১১ বছর পর বাংলাদেশ সফরে আসছেন ভুটানের রাজা

ছবি: সংগৃহীত

১১ বছর পর বাংলাদেশের আমন্ত্রণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে চার দিনের সফরে আগামী সোমবার ঢাকায় আসছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। 

ঢাকা সফরকালে তিনি সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন এবং পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির অনুষ্ঠানে  অংশগ্রহণসহ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি নবায়ন হতে পারে বলে একাধিক সূত্রে জানা গেছে।

জানুয়ারিতে নতুন সরকার গঠিত হওয়ার পর তিনি হবেন বিদেশ থেকে আসা প্রথম অতিথি।সেই হিসেবে ভুটানের রাজার ঢাকা সফর বিশেষ তাৎপর্য বহন করছে। এছাড়া বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ হচ্ছে ভুটান এবং ঢাকা সেটিকে মূল্য দেয়। একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সবসময় সৎ প্রতিবেশীসুলভ মনোভাব নিয়ে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে।

জানা গেছে, বাংলাদেশে কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগের জন্য কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের গড়ে তোলার জন্য ভুটানকে প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া বিদ্যুৎ, কৃষি, স্বাস্থ্যখাতসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়টিও সফরে আলোচিত হতে পারে। সবকিছু ঠিক থাকলে রাজার এই সফরে বিষয়টি চূড়ান্ত হতে পারে। একই সঙ্গে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করতে চায় বাংলাদেশ এবং এ বিষয়ে আলোচনা অব্যহত থাকবে এবারের সফরে।

এছাড়া ভুটানের একটি হাসপাতালে বার্ন ইউনিট করে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ এবং আশা করা হচ্ছে এ বিষয়েও একটি সিদ্ধান্ত হবে। সফর শেষে ভুটানের রাজা আগামী ২৯ মার্চ ঢাকা ত্যাগ করবেন।

author avatar
Online Editor SEO
Exit mobile version