২০৪১ সালে বাংলাদেশকে উচ্চ-আয়ের দেশে উন্নীত করার কৌশল নির্ধারণ

এম এ আজীম

বৈশ্বিক সংকটের চ্যালেঞ্জ মোকাবিলায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে রাজধানীতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই‌ আয়োজিত এক সেমিনারে এ তাগিদ দেন তিনি।

এ সময় ব্যবসায়ীদের পক্ষ থেকে লোকসানে থাকা সরকারি মিলগুলো পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে দেয়ার আহবান জানানো হয়। তবে সঠিক সময়ে ব্যাংক ঋণ পরিশোধের মাধ্যমে সরকারের আস্থা অর্জনে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানা পরিকল্পনা প্রতিমন্ত্রী।

২০৪১ সালে বাংলাদেশকে উচ্চ-আয়ের দেশে উন্নীত করার কৌশল নির্ধারণ নিয়ে এ সেমিনারের আয়োজন করে এফবিসিসিআই।

পাবলিক প্রাইভেট পার্টনারশিপে বিশ্বের উন্নয়ন তুলে ধরে চলমান বৈশ্বিক সংকট মোকবিলা এবং লোকসানে থাকা পাট,কাগজ ও সুপার মিলগুলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপে দেয়ার আহবান জানান ব্যবসায়ীরা।

তবে এ জন্য সরকার ও উদ্যোক্তাদের মধ্যে বিশ্বাস-অবিশ্বাসের ঘাটতি দূর করার তাগিদ দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।

এদিকে দেশের ৫৪ শতাংশ বিদ্যুৎ বেসরকারি খাত থেকে আসে দাবি করে চলমান বৈশ্বিক সংকট মোকাবিলায় প্রাইভেট-পাবলিক পার্টনারশিপ বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা।

প্রয়োজনীয় সহযোগিতায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে ২০৪১ সালে দেশের দারিদ্রতা ৩ শতাংশে নামিয়ে এনে উচ্চ-আয়ের দেশে বাংলাদেশকে রূপান্তর করা সম্ভব বলে দাবি করেন ব্যবসায়ী নেতারা।

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button