শেরপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা, মাদরাসা শিক্ষক গ্রেফতার

রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি

শেরপুরে ১২ বছর বয়সি এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মাদ্রাসা হাফেজ ক্বারী ওমর ফারুক সাদ্দাম নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শেরপুর সদর থানায় মামলা করলে পুলিশ ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে বৃহস্পতিবার ( ০৩ নভেম্বর ২০২২) তাকে গ্রেফতার করে। ওই শিক্ষক সদর উপজেলার বাইতুল কুরআন সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল। তার বাড়ি শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কারারপাড়া গ্রামে ও মন্ডল মিয়ার ছেলে।

গুগল নিউজে ফলো করুন Mohona TV গুগল নিউজে ফলো করুন Mohona TV

জানা যায় , গত ১ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে শেরপুর শহরের তাতালপুর এলাকায় তার ভাড়া বাসায় শিশুটিকে ফুঁসলিয়ে নিয়ে যায়। পরে তার যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে নানা  ভয়-ভীতি দেখায়। এক সময় তাকে জোর করে বলাৎকারের চেষ্টা করে। পরে ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি দেয়। এই ঘটনায় শিশুটি ভয় পেয়ে সকালে ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করে। তাকে ছুটি না দিয়ে উল্টো আরও হুমকি দেয়। পরবর্তীতে মাদ্রাসার অন্য শিক্ষকের মোবাইল ফোনে গোপনে সে তার বাবাকে ঘটনা জানায়। তার বাবা তার কর্মস্থল গাজীপুর থেকে শেরপুরে আসে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বছির আহমেদ বাদল।  তিনি বলেন, ‘শিশুটিকে বলাৎকারের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।  এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আমরা ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান।

 

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button