জাতীয়

দুদক এমন কোনো কাজ করবে না যেখানে নির্বাচন বাধাগ্রস্ত হয়

মোহনা অনলাইন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত হয় এমন কোনো কাজ করবে না সংস্থাটি। গণপ্রতিনিধিত্ব আইন (আরপিও) ও দুদক আইন অনুযায়ী যা যা করা দরকার কমিশন তাই করবে।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দুদকের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওই মতবিনিময় সভা আয়োজন করা হয়। দুদক চেয়ারম্যান বলেন, “পৃথিবীর সব দেশেই কম-বেশি দুর্নীতি আছে। দুর্নীতিবাজ, দুর্নীতিবাজদের সাহায্যকারী ও উপকারভোগীদের সঙ্গে কাজ করতে গিয়ে আমাদের বেগ পেতে হয়। তারপরও আমরা দুদকের কাছে সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেটা পূরণে কাজ করে যাচ্ছি। তবে জনগণকে শুধু প্রত্যাশা করলেই হবে না, দুদককে সহায়তাও করতে হবে।”

দুদক কমিশনার জহুরুল হক বলেন, আমাদের কাজ দুর্নীতি নিয়ে, কিন্তু নির্বাচনের সময় দুদক কিছু করবে না, তা নয়। কোনো প্রার্থী ক্ষতিগ্রস্ত হয়, এমন কিছু করবে না। দুদকের আরেক কমিশনার আছিয়া খাতুন বলেন, দুর্নীতি হলো ধ্বংসকারী একটি শক্তি, যা দেশের শিক্ষা-সংস্কৃতিসহ সবকিছুকে গ্রাস করেছে। দুর্নীতি দমনে দেশের সব মানুষকে এগিয়ে আসতে হবে। দেশের সংস্কৃতিতে দুর্নীতি যাতে স্থায়ী অবস্থান না নেয় সেজন্য দুদক কাজ করে যাচ্ছে।

মতবিনিময় সভা সঞ্চালনা করেন দুদক সচিব মো. মাহবুব হোসেন। মতবিনিময় সভায় কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক, কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুন ও মহাপরিচালকগণসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

author avatar
Online Editor SEO
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button