বিজ্ঞান ও প্রযুক্তি

ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখতে করণীয়

মোহনা অনলাইন

বর্তমান প্রজন্মের জন্য দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ফেসবুক। আজকাল প্রায়ই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের কথা শোনা যায়। প্রযুক্তি ভালো বোঝে এবং যথোপযুক্ত সতর্কতা অবলম্বন করেছেন, এমন ব্যবহারকারীদেরও ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে।

ফেসবুকে নিজের ব্যক্তিগত তথ্যসহ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য ফেসবুক পাসওয়ার্ড অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এমনকি কোনো ব্যক্তির সঙ্গেও শেয়ার করা যাবে না। এখানে অপরিচিত কাউকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করা যাবে না। এতে হ্যাকাররা মিথ্যা পরিচয়ে আপনার বন্ধু তালিকায় যুক্ত হয়ে স্পাম হ্যাকিংয়ের ম্যাসেজ বা বিব্রতকর পোস্টে ট্যাগ করতে পারে।

গুগল নিউজে ফলো করুন Mohona TV গুগল নিউজে ফলো করুন Mohona TV

ছোট-বড় অক্ষর ও নম্বর মিলিয়ে অন্তত ৮ সংখ্যার পাসওয়ার্ড তৈরি করতে হবে। অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করার জন্য লগ-ইন অ্যালার্ট চালু করতে পারেন। ‘গেট অ্যালার্ট অ্যাবাউট আন রিকগনাইজড লগইন’ ফিচার চালুর মাধ্যমে অপরিচিত কোনো ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টে লগইন করলে মুহূর্তেই ফেসবুক অ্যাকাউন্ট, ম্যাসেঞ্জার ও ই-মেইলে নোটিফিকেশন পাঠাবে। এতে ব্যবহারকারী সতর্ক হতে পারবেন।

ফ্রেন্ডলিস্টের চেনা বা অচেনা কারও কাছ থেকে ম্যাসেঞ্জারে বা ই-মেইলে কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক ম্যাসেজ আসলে, তাতে ক্লিক করা থেকে বিরত থাকুন। এছাড়া ফেসবুক অ্যাকাউন্টের সিকিউরিটি আরও কঠোর করতে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ অপশনটি চালু করতে পারেন। এতে অন্য কেউ আপনার অ্যাকাউন্টে লগইনের চেষ্টা করলে প্রকৃত ব্যবহারকারী জানতে পারবেন।

ফেসবুক টু স্টেপ ভেরিফিকেশন চালু করতে প্রথমে অ্যাকাউন্টের Settings অপশনে যান। এবার Account settings-এ ক্লিক করুন। তারপর Security and Login-এ ক্লিক করুন, এরপর Use two-factor authentication-এ যান। এখন Set Up লেখায় যান। সেখান থেকে Start Setup লেখায় ক্লিক করুন, তারপর Continue ট্যাবে ক্লিক করুন।

এবার যে ফোন নম্বরটি আপনার ফোনে সবসময় সক্রিয় থাকে, সেই নম্বরটি দিন। এই নম্বরেই ফেসবুক ম্যাসেজ করবে। এসএমএসের মাধ্যমে একটি কোড দেয়া হবে। কোডটি ফাঁকা ঘরে দিয়ে Confirm বাটনে ক্লিক করলেই অ্যাকটিভ হবে ফেসবুক টু স্টেপ ভেরিফিকেশন।

author avatar
Online Editor SEO
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button