মেহেরপুর সীমান্তে গাঁজা,ফেন্সিডিল ও দেশীয় অস্ত্র সহ গ্রেফতার-৩

ফারুক আহমেদ,মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর সীমান্তে পৃথক অভিযানে গাঁজা,ফেন্সিডিল ও দেশীয় অস্ত্র সহ তিনজনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (০২ ডিসেম্বর) দিবাগত রাতে গাংনী উপজেলার ধলা ও মথুরাপুর সীমান্ত থেকে তাদের গ্রেফতার করা হয় ।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রংমহল বিওপি’র সীমান্ত পিলার ১৩৬/১-এস পার্শে ধলার মাঠে হাবিলদার মোঃ ফজলার রহমান এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় ৮ কেজি গাঁজা, ১টি হাসুয়া উদ্ধার করা হয়। এসময় গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের শামস্উদ্দিনের ছেলে মোঃ সাইদার আল সোনাকে গ্রেফতার করা হয়।

অপরদিকে তেঁতুলবাড়ী বিওপি’র সীমান্ত পিলার ১৪১/৬-এস মথুরাপুর সীমান্তে নায়েক সুবেদার মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় ৩৯ বোতল ফেন্সিডিল ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার পূর্বক পলাশীপাড়া গ্রামের আজিজুল মিয়ার ছেলে মোঃ সেন্টু মিয়া ও মোঃ রাশিদুল মিয়াকে গ্রেফতার করা হয়। পৃথক দুটি ঘটনায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃতদের গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button