আন্তর্জাতিক

ফোর্বসের বিলিয়নিয়ার তালিকায় সামিটের আজিজ খান

মোহনা অনলাইন

মার্কিন সাময়িকী ফোর্বস বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে। ২০২৪ সালে বিশ্বে শতকোটিপতিদের সংখ্যা ২ হাজার ৭৮১ জন, যা গত বছরের তুলনায় ১৪১ জন বেশি। এই তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান পেয়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান।

প্রখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বস মঙ্গলবার (২ এপ্রিল) এ তালিকা প্রকাশ করে। সেই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান।

গুগল নিউজে ফলো করুন Mohona TV গুগল নিউজে ফলো করুন Mohona TV

বিশ্বের শীর্ষ ধনীদের দখলে রয়েছে ১৪.২ ট্রিলিয়ন (১ লাখ কোটি) মার্কিন ডলার মূল্যের সম্পদ। ফোর্বসের ওই তালিকায় স্থান পাওয়ার বিষয়ে ম্যাগাজিনটিতে বলা হয়েছে, বাংলাদেশে জন্ম হওয়া সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান বেড়ে উঠেছেন সিঙ্গাপুরে। মোহাম্মদ আজিজ খানের সামিট গ্রুপের পাওয়ার প্ল্যান্টের ব্যবসা, বন্দর কেন্দ্রিক ব্যবসা, ক্যাবল ব্যবসা (ফাইবার ক্যাবল) এবং আবাসন ব্যবসা রয়েছে।

ফোর্বসের ২০২৪ সালের শতকোটিপতিদের তালিকার প্রথমেই আছেন ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার। ৭৫ বছর বয়সী আর্নল্ট ও তার পরিবার ২৩৩ বিলিয়ন মার্কিন ডলারের মালিক। ফ্যাশন-দুনিয়ার আলোচিত আর্নল্ট লুই ভিটন, সেফোরাসহ ৭৫টি ফ্যাশন ও প্রসাধনী ব্র্যান্ডের মালিক। গত বছরের শেষ দিকে শীর্ষ ধনীর তালিকায় প্রথমে ছিলেন এক্স, টেসলা, স্পেসএক্সসহ বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠানের মালিক ইলন মাস্ক। এ বছরের জানুয়ারিতে ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের সেরা ধনী হন আর্নল্ট।

ফোর্বসের ২০২৪ সালের শতকোটিপতির তালিকায় ২৫৪৫তম স্থানে রয়েছেন ৬৯ বছর বয়সী মোহাম্মদ আজিজ খান। তাঁর সম্পদের পরিমাণ ১১০ কোটি মার্কিন ডলার।

author avatar
Online Editor SEO
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button