ময়মনসিংহসংবাদ সারাদেশ

শেরপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হাজতির মৃত্যু

রেজাউল করিম বকুল

শেরপুর কারাগারে অসুস্থ হয়ে মো. মানিক মিয়া (৩০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর)  সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । তার কয়েদি নম্বর ৬২৫৯/এ। শেরপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ হুমায়ুন কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। 
জেলা কারাগার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেল ৫টায় কারা অভ্যন্তরে স্বাসকষ্টে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন কয়েদি মানিক। পরে বিকেল ৫টার দিকে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে তাকে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ কামাল কেয়া বলেন, সে দীর্ঘ দিন যাবত তার স্বাসকষ্টে ভুগছিল। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। মৃত্যুর অন্য কোন কারণ থাকলে ময়নাতদন্তের পর জানা যাবে।
জেল সুপার আরও বলেন, সে নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল এর ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) তৎসহ ২০১২ সনের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১)/৮(৭) এর মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ছিল। মামলা নাম্বার ১৩৭/২০১৮। তার বাবার নাম মৃত হায়দর আলী। সে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা।
উল্লেখ্য, গত ১০ জুলাই ২০১৮ থেকে সে জেল হাজতে ও রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত আসামী হিসেবে মৃত্যু বরণ করেন।
author avatar
Delowar Hossain Litu
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button