আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে জমে উঠেছে একুশে বই মেলা
শামিমুজ্জামান চৌধুরী

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে জমে উঠেছে অমর একুশে গ্রন্থ মেলা। মায়ের ভাষার বই কিনতে সব শ্রেণিপেশার মানুষের পদভারে মুখর মেলাপ্রাঙ্গণ। বেচাকেনার ঊর্ধ্বমুখী পারদে হাসি ফুটেছে লেখক, প্রকাশক ও বিক্রেতার মুখে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অমর একুশে বই মেলার দুয়ার খুলেছে সকাল আটটায়। প্রভাতফেরি শেষে অনেকেই ছুটে এসেছেন মেলা প্রাঙ্গণে। বেলা গড়ানোর সঙ্গে লেখক-প্রকাশক, পাঠক ও দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান।
দেশের ইতিহাস ও ভাষাশহীদের পাশাপাশি বিভিন্ন ধরনের কবিতা, গল্প, উপন্যাস, সায়েন্স ফিকশনসহ প্রিয় লেখকের বই কিনছেন পাঠকরা। শহীদ দিবস ঘিরে বইমেলায় যেন প্রাণের স্পন্দন খুঁজে পেয়েছেন বিক্রেতারা।
এদিকে, সিসিমপুরের প্রিয় চরিত্র ইকরি, হালুম, শিকু, টুকটুকির সঙ্গে নেচে গেয়ে বাঁধভাঙা আনন্দে মেতে ওঠে শিশুরা।