কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার আর নেই।
অনলাইন ডেস্ক

কিংবদন্তি গীতিকার,চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ সকালে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গাজী মাজহারুল আনোয়ারের ছেলে উপল। অসুস্থবোধ করলে হাসপাতালে নেয়ার পথে এই গুণি গীতিকার শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৯৬৪ সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন গাজী মাজহারুল আনোয়ার। এরপর, দীর্ঘ ছয় দশক ধরে বেতার,টেলিভিশন ও সিনেমাসহ বিভিন্ন মাধ্যমে প্রায় ২০ হাজারের বেশি গান রচনা করেছেন।
গাজী মাজহারুল আনোয়ার গীতিকবিতায় অবদান রাখার জন্য ২০০২ সালে একুশে পদক লাভ করেন। এছাড়া পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অসংখ্য কালজয়ী গানের এই গীতিকার।
১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি গাজী মাজহারুল আনোয়ার কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি একাধারে একজন চলচ্চিত্র পরিচালক,প্রযোজক,গীতিকার ও সুরকার ছিলেন।