মশার চাষ চলছে রাজধানীর অভিজাত এলাকার গুলশান-বনানী লেকে

এম এ আজীম

মাছ নয়,রীতিমতো মশার চাষ চলছে রাজধানীর অভিজাত এলাকার গুলশান-বনানী লেকে। সেইসঙ্গে এলাকাবাসীর স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলেছে লেকটি। এজন্য জনসাধারণের অসচেতনতাকে দায়ী করে সিটি কর্পোরেশন বলছে,মশক নিধনে চেষ্টার কমতি নেই তাদের।

দূর থেকে মনোমুগ্ধকর মনে হলেও গুলশান-বনানীর এ লেকটি এখন চরম স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীর জন্য। লেকের দু’পাশে লতাগুল্মের মাঝে অবাধে বংশ বিস্তার করে যাচ্ছে মশা। লেকের ব্রিজের নিচের চিত্রটা আরো ভয়াবহ। এখানকার আটকে থাকা ময়লা-আবর্জনা সহায়ক ভূমিকা রাখছে মশা মাছির জন্য। ময়লা-আবর্জনার সঙ্গে লেকে নামছে দুষিত পানি। এতে প্রতিনিয়তই মরে ভেসে উঠছে লেকের মাছ।

গুগল নিউজে ফলো করুন Mohona TV গুগল নিউজে ফলো করুন Mohona TV

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিঃ জেনাঃ মোঃ জোবায়দুর রহমান বলেন, লেক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিয়মিত কাজ করছে কর্মীরা। তবে স্থানীয়দের অসচেতনতায় তা কাজে আসছে না।

সংশ্লিষ্টরা বলছেন, একের পর এক অভিযানে গুলশান-বনানী লেক দখলমুক্ত করা গেলেও স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনতে পারেনি সিটি কর্পোরেশন।

 

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button