Site icon Mohona TV

মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ৪

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বুধবার (১১ আক্টোবর) সকাল সাড়ে ৮টায় এ দূর্ঘটনা সংঘটিত হয়।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রউফ সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, যাত্রী নামানোর জন্য সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে আকিজ গ্রুপের একটি স্টাফ বাস একটি লেগুনাকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা খালের পানিতে পড়ে যায়।

নিহতের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে এরা হচ্ছে লেগুনার চালক জাহিদ, আয়শা আবেদ ফাউন্ডেশনের কর্মী হুসনে আরা ও মানিকগঞ্জ শহরের মিস্টি কারিগর মহাদেব মদক।

ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি আব্দুর রউফ সরকার বলেন, পানিতে ডুবে যাওয়ায় দুর্ঘটনাকবলিত লেগুনাটিতে থাকা আরও কয়েকজন পানিতে পড়ে যায়। তাদের উদ্ধারে কাজ চলছে।
author avatar
Delowar Hossain Litu
Exit mobile version