২১ ঘন্টাও খোজ মেলেনি সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের
পটুয়াখালী প্রতিনিধি

২১ ঘন্টায়ও খোজ মেলেনি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোজ পর্যটক সবুজের (২৭)। মঙ্গলবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো তাকে উদ্ধারে অভিযান শুরু করেছে ফয়ার সার্ভিস।
নিখোঁজ সবুজ আইটেল মোবাইল কোম্পানিতে কর্মরত ছিলেন। সে বগুরা জেলার শাহজাহানপুর এলাকার মৃত সিরাজুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আইটেল কোম্পানিতে কর্মরত ৫৫ জনের একটি গ্রুপ বগুরা থেকে গতকাল সকালে কুয়াকাটায় ঘুরতে আসেন। দুপুর দুইটার দিকে তাদের মধ্যে সবুজ সহ চার সহকর্মী সৈকতে গোসলে নামেন। এসময় ঢেউয়ের তোড়ে তারা চার জনই সাগরের মধ্যে চলে যায়। পরে স্থানীয় ওয়াটার বাইক চালকরা তিন জনকে উদ্ধার করতে সক্ষম হলেও সাঁতার না জানায় নিখোজ হয় সুবজ।
কলাপাড়া ফায়ার সার্ভিসের সেষ্টশন অফিসার মো. ইলিয়াস জানান, নিখোজ পর্যটককে উদ্ধারে আমরা দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছি।
এর আগে গত রবিবার দুপুর একটার দিকে একই স্থানে পারভেজ নামের আরও এক পর্যটক নিখোজ হয়। পরে ওইদিন বিকালে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্ট থেকে লাশ উদ্ধার করা হয়।