আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু
মোঃ আসাদুজ্জামান

বাংলা ১ম পত্রের মধ্য দিয়ে শুরু হল এইচএসসি ও সমমানের পরীক্ষা ।
রোববার ( ০৬ নভেম্বর ২০২২) ১১ টা থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা । এবারের পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ।
সময়সূচী অনুযায়ী, আগামী ১৩ ডিসেম্বর এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্য কারও চলাফেরায় নিষেধাজ্ঞা দিয়েছে।
গত ১৯ অক্টোবর শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে, গত বছর মোট এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জনে। এবার পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন।
এছাড়াও বিদেশে আটটি কেন্দ্র রয়েছে, যেখানে ২২২ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে।