খোলাবাজারে চাল ও আটা বিক্রিতে অনিয়মের অভিযোগ
সুরাইয়া মুন্নী

খোলাবাজারে চাল ও আটা বিক্রি কার্যক্রমে অনিয়মের অভিযোগ মিলেছে। ভুক্তভোগীরা জানান, দীর্ঘক্ষণ অপেক্ষার পরও দেখা মেলে না ডিলারের। আবার মজুত নেই অজুহাতে বিক্রি বন্ধ করে তল্পিতল্পা গুটিয়ে নির্দিষ্ট স্থান ছেড়ে চলে যায় ওএমএসের ট্রাক। যদিও অভিযোগ অস্বীকার করে ডিলার বা তাদের প্রতিনিধিরা বলছেন, ওএমএস কার্যক্রমে কোনো অনিয়ম হচ্ছে না।
বাজারের তুলনায় সস্তায় চাল ও আটা কিনতে স্বল্পআয়ের এসব মানুষের ভিড় রাজধানীর মিরপুর ৬ নম্বর সেকশনে ওএমএসের ট্রাকসেলে। সব কাজ ফেলে দীর্ঘসময় অপেক্ষা করলেও দেখা নেই ট্রাকের।
কলিমুদ্দিন-আলেকজান দম্পতি। বয়সের ভারে ক্লান্ত এ দম্পতির জীবনধারনের একমাত্র ভরসা বয়স্কভাতা। হাড়ি চড়াতে ওএমএসের চাল-আটা কিনতে এসে ট্রাক দেখতে না পেয়ে অঝোরে কাঁদতে থাকেন বৃদ্ধা আলেকজান বিবি।
খোলাবাজারে চাল-আটা বিক্রি নিয়ে অনিয়মের আরেকটি অভিযোগ হলো, শতশত মানুষ অপেক্ষা করলেও পণ্য বিক্রি না করেই চলে যায় ট্রাক। যদিও এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন ডিলাররা।
নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে সরকারের আন্তরিকতা ডিলারদের অনিয়মের কারণে ভেস্তে যাচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। এ ব্যাপারে মাঠ পর্যায়ে তদারকি করতে সংশ্লিষ্ট সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন তারা।